চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড় যা সীতাকুণ্ড পাহাড়ের একটি অংশ। সীতাকুণ্ড পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। চট্টগ্রাম অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় ৭০ কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। আর এই ইকো পার্ক এরিয়াতেই রয়েছে চন্দ্রনাথ পাহাড়মন্দির

চন্দ্রনাথ পাহাড় - Chondronath Hill

চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা কত

সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ প্রায় ১০২০ফুট (প্রায়) অথবা (৩১০ মিটার) উঁচু এবং চট্টগ্রাম জেলার সর্বোচ্চ স্থান। রাজবাড়ি টিলার উচ্চতা ৯০০ ফুট এবং সাজিঢালার উচ্চতা ৮০১ ফুট। চট্টগ্রাম শহরের কাছাকাছি এসে এই পাহাড়ের উচ্চতা অনেক কমে এসেছে। চট্টগ্রাম শহরের উপকন্ঠে বাটালি হিলের উচ্চতা ২৮০ ফুট এবং শহর থেকে সামান্য উত্তরে নঙ্গরখানা ২৯৮ ফুট উঁচু।

চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ি সংখ্যা

চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়ির সংখ্যা ৩৫০০ টি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তীর্থযাত্রীরা এই চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। আয়োজকরা জানান, তীর্থযাত্রীরা ৩৫০০ টি সিঁড়ির ধাপ বেয়ে প্রায় ১ হাজার ২৫০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় উঠে মূল মন্দিরে পূজা দেন।

চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উপযুক্ত সময়

এই পাহাড়ে আপনি সব ঋতুতেই যেতে পারবেন, তবে বর্ষাকালে গেলে পাহাড়ে অনেক বেশি সবুজের সমারহ দেখতে পাবেন।  আবার পাহাড়ের নিচের ছোট ঝর্ণাটায় ও পানি পাওয়া যায়। আর আপনারা যদি মেঘের সাথে ভাসতে চান এবং মেঘ দেখতে চান তবে অবশ্যই খুব সকালে মানে অন্ধকার থাকতে যেতে হবে। তাহলে আপনি মেঘের পরশ ঘায়ে মাখতে পারবেন।  আর মেঘের ভিতরে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার ঘায়ে যে মেঘের পরশের অনুভূতি হবে। এই অনুভূতি এর আগে যদি আপনি অনুভব করে না থাকেন তবে তা বলে বোঝানো যাবে না। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে খুব সকালে মানে অন্ধকার থাকতে গেলে অবশ্যই দলবদ্ধ হয়ে যেতে হবে ছিনতাই এর হাত থেকে বাঁচতে হলে।

চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড়

চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির ভ্রমণে সতর্কতা ও কিছু পরামর্শ

  • নোংরা বা আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকবেন।

  • আবহাওয়া খারাপ দেখলে আপনাকে অতিরিক্ত সাবধান হতে হবে না হলে অনেক সময় আটকে পড়তে পারেন।

  • অনেক সময় আটকে পড়া লাগতে পারে উপরে বৃষ্টি হলে। সুতরাং সকাল সকাল উপরে যাওয়ার চেষ্টা করুন।

  • ভালো মানের গ্রিপের জুতা পরে যাবেন।

  • পাহাড়ের উপরে উঠার সময় সর্তক হয়ে পথ চলতে হবে  এবং বৃষ্টির সময়ে গেলেতো বেশি সর্তক হতে হবে কারন রাস্তা বেশ কঠিন এবং পিচ্ছিল।

  • জোক থেকে বাঁচতে ঘাস এড়িয়ে চলুন।

  • সাথে পাওয়ার ব্যাংক, টর্চ লাইট রাখুন।

  • পাহাড়ি রাস্তা তাই কিছু ঔষধ সঙ্গে নিতে পারেন। ব্যান্ডেজ ও ডেটল জাতীয় এন্টিসেপটিক ও নিতে পারেন, কেটে বা ছিলে গেলে কাজে আসবে।

  • চন্দ্রনাথ পাহাড় এ যদি খুব ভোরে যাওয়ার ইচ্ছা থাকে তবে দলবদ্ধ হয়ে যেতে হবে ছিনতাই এর হাত থেকে বাঁচতে।

  • চট্টগ্রাম কিন্তু ম্যালেরিয়াপ্রবণ একটি এলাকা। সাধারণত ম্যালেরিয়া প্রবণ এলাকাতে যাওয়ার আগে সতর্কতা হিসেবে যাত্রা শুরুর আগের ১ সপ্তাহ থেকে যাত্রা শেষ হবার পর ৪ সপ্তাহ পর্যন্ত ডক্সিসাইক্লিন ট্যাবলেট (১০০মি.গ্রা.) খেতে হয়। তারপরও পাহাড়ী এলাকাতে যাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে যাবেন।

  • এখানে মোবাইল নেটওয়ার্ক সব সময় কাজ করেনা।cry

সুন্দর সুন্দর আকর্ষনীয় ভ্রমণ ভিডিও দেখতে আমাদের World Travel Bangladesh চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।

Share this post