Bangladesh national zoo

রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা (Bangladesh National Zoo) অবস্থিত। জনসাধারণের বিনোদন, প্রাণি বৈচিত্র সংরক্ষণ, প্রজনন, গবেষণা এবং বন্যপ্রাণি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে ১৯৫০ সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে অল্প সংখ্যক বন্যপ্রাণি নিয়ে বাংলাদেশে চিড়িয়াখানার যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৬০ সালে মিরপুরে চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়।

হরিণ মিরপুর চিড়িয়াখানা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা – Bangladesh National Zoo

একনজরে মিরপুর চিড়িয়াখানা – বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা

ভ্রমণ স্থানের নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা
অবস্থান মিরপুর, ঢাকা, বাংলাদেশ
স্থাপিত ২৩শে জুন, ১৯৭৪
উদ্বোধন ২৩শে জুন, ১৯৭৪
আয়তন ১৮৬ একর
প্রাণীর সংখ্যা ২১৫০
প্রজাতির সংখ্যা ১৯১
বার্ষিক পরিদর্শক ৩,০০০,০০০
চিড়িয়াখানা প্রবেশ মূল্য ৫০ টাকা
জো মিউজিয়ামে প্রবেশ করতে টিকেট মূল্য  ১০ টাকা
দুই বছরের কম বাচ্চার কোন টিকেট লাগবেনা।
স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্ট এর ক্ষেত্রে প্রবেশ টিকেট মূল্য অর্ধেক। সেই ক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখাতে হবে।
খোলা বন্ধের সময়সূচী

জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে। তবে রবিবার সরকারী ছুটির দিন হলে সেই রবিবার চিড়িয়াখানা খোলা থাকে।

সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত গ্রীষ্মকালে (এপ্রিল-অক্টোবর) খোলা থাকে।

সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শীতকালে (নভেম্বর-মার্চ) খোলা থাকে।

পিকনিক স্পট ভাড়া

নিঝুম পিকনিক স্পট  সারাদিনের জন্যে ভাড়া করতে লাগবে ৬,০০০ টাকা।

উৎসব পিকনিক স্পট  সারাদিনের জন্যে ভাড়া করতে লাগবে ১০,০০০ টাকা।

কার পার্কিং ফি বাস, ট্রাক, মিনিবাস ধরণের যানবাহনের জন্যে ৪০ টাকা। মাইক্রোবাস, ট্যাক্সি, জীপ, প্রাইভেট কার, পিক আপ এই ধরণের গাড়ির জন্যে পার্কিং ২০টাকা। সিএনজি, টেম্পু, মটরসাইকেল ইত্যাদির জন্যে ১০টাকা। রিক্সা, বাইসাইকেল ইত্যাদির জন্যে ২ টাকা পার্কিং ফী।
যোগাযোগ Bangladesh National Zoo
চিড়িয়াখানা রোড, মিরপুর, ঢাকা – ১২১৬
ফোন: +88 02 58053030
ওয়েবসাইট

 মিরপুর চিড়িয়াখানা

 

বক মিরপুর চিড়িয়াখানা

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, নীলগাই, সিংহ, জলহস্তি, গন্ডার, ভালুক, সিংহ, কুমির, জেব্রা, ফ্লেমিংগো, কানিবক, পানকৌড়ি ও মাছরাঙা অন্যতম। আর প্রাণি জাদুঘরে রয়েছে প্রায় ২৪০ প্রজাতির স্টাফিং করা পশুপাখি। এছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ১৩ হেক্টর জায়গা জুড়ে দুইটি লেক রয়েছে।

সিংহ মিরপুর চিড়িয়াখানা

কিভাবে যাবেন

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা যেতে হলে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহণ ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেটকার ভাড়া করেও চিড়িয়াখানায় যেতে পারবেন। 

জেব্রা মিরপুর চিড়িয়াখানা

কোথায় খাবেন

চিড়িয়াখানার সামনে বেশকিছু খাবারের দোকান রয়েছে চাইলে সেখানে খেতে পারবেন। তবে অবশ্যই খাওয়ার পূর্বে খাবারের মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

Share this post