Dream Holiday Park , Narsingdi

নরসিংদী জেলা ঢাকা শহরের পার্শ্ববর্তী একটি জেলা। ড্রিম হলিডে পার্ক (Dream Holiday Park) এই নরসিংদী জেলাতে অবস্থিত। যেখানে আপনি খুব সহজেই ঢাকা থেকে বা যেকোন জায়গা থেকে ঘুরতে যেতে পারবেন, এছাড়াও বিভিন্ন কোম্পানির সেমিনার বা বিভিন্ন অনুষ্ঠান করার জন্য ভাড়া দেয়া হয়ে থাকে। ড্রিম হলিডে পার্কের অবস্থান নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে। আনন্দময় অবকাশ যাপনে চলুন জেনে নেই ড্রিম হলিডে পার্কে যাবার উপায়, আবাসন ব্যবস্থা, খরচ এবং বিনোদন আয়োজনের বিস্তারিত তথ্য।

ড্রিম হলিডে পার্ক নরসিংদী – Dream Holiday Park

ড্রিম হলিডে পার্কের (Dream Holiday Park) বিস্তারিত

অবস্থান পার্কের অবস্থান নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে।
আয়তন প্রায় ৬০ একর
স্থাপিত ২০১১
রাইড সংখ্যা

সর্বমোট ৩০ টি রাইড রয়েছে।

রাইড সমূহ

শিশু-কিশোরদের জন্য একাধিক রাইডস ও এয়ার বাই সাইকেল, নাগেট ক্যাসেল, কাইট ফ্লাইং, সুইং চেয়ার, ৯ডি মুভি, ওয়াটার কার, মটর বাইক, স্পিড বোট, প্যাডেল কোস্টার, বুল রাইড, বুলেট ট্রেন, রকিং হর্স, হংসরাজ প্যাডেল, জেট ফাইটার বোট, ঘোস্ট হাউজ, ক্যাবেল কার, বাম্পার কার ইত্যাদি চমৎকার সব রাইড রয়েছে এখানে।

বিভিন্ন স্থাপনা মায়াবি স্পট, কৃত্রিম অভয়ারণ্য, ডুপ্লেক্স কটেজ, সুবিশাল লেক, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশবেষ্টিত নয়নাভিরাম ক্যানেল
মিনি চিড়িয়াখানায় আছে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি
পার্কের সময়সূচী সপ্তাহের ৭ দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পার্কটি সকল বিনোদনপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকে। তবে সন্ধ্যা ৬ টা থেকে ৬ টা ৩০ মি. এর পর টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়।
প্রবেশ টিকেটের মূল্য

*প্রবেশ মুল্য বড়=৩২০টাকা।

*প্রবেশ মুল্য ছোট=২১৫টাকা (৩-৮ বছর)।

*ওয়াটার পার্ক=৩২০টাকা (১২টা থেকে ৪টা)।

*ওয়াটার পার্ক লকার ফি=৫০-৩০০টাকা।

*গাড়ি পার্কিং=৫০-১০০টাকা।

পার্কের প্রতিটি রাইড ফি

রাইডের মুল্য প্রায় ৫৫-১১০ টাকা।

কাপল ও ফ্যামিলি প্যাকেজ

২০ টি রাইড নিয়ে (ওয়াটার পার্ক ও সাফারি পার্ক সহ) কাপল প্যাকেজের মূল্য ভ্যাট সহ ২,৫০০ টাকা

৪ জনের জন্যে ফ্যামিলি প্যাকেজ মূল্য ভ্যাট সহ ৪,৫০০ টাকা।

পিকনিক প্যাকেজ

ভাড়া নিতে পারবেন ১০০ – ১০০০ জনের পিকনিক স্পট ।

বিভিন্ন সুবিধা ও পিকনিক স্পট এবং কতজন তার উপর নির্ভর করে পিকনিক স্পটের ভাড়া ৫০,০০০ থেকে ৩,৪৫,০০০ টাকা।

নিচের নাম্বারে যোগাযোগ করে পিকনিক স্পট ভাড়া নিতে বিস্তারিত জেনে নিন।

যোগাযোগ

01762-696302, 01762-696303, 01762-696304, 01762-696305, 01762-696306.

ড্রিম হলিডে পার্কে (Dream Holiday Park) কীভাবে যাবেন

রাজধানী ঢাকার কমলাপুর, মহাখালী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বাসে যাওয়া যায়। ৩০ মিনিট পরপর বাস পাবেন। এ ছাড়া ঢাকা-সিলেট বিভাগের যে কোনো বাসে উঠলেই এ ড্রিম হলিডে পার্কে পৌঁছানো যাবে। কিংবা কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে যাওয়া যাবে অনায়াসে। এক থেকে সর্বোচ্চ দেড় ঘণ্টার যাত্রাপথ।

আন্তঃনগর এগারোসিন্দুর ও মহানগর গোধূলী ট্রেনেও যেতে পারেন। এ ছাড়া ঢাকা-চট্টগ্রামের যেকোনো লোকাল ট্রেনে যাওয়া যেতে পারে। আন্তঃনগর ট্রেনে গেলে নরসিংদী স্টেশনে নেমে সেখান থেকে বাস অথবা সিএনজি চালিত অটোরিকশায় যেতে হবে। লোকাল ট্রেনে গেলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নামতে পারবেন। সেখান থেকে বাসে যেতে হবে।

Water Park at Dream holiday

ড্রিম হলিডে পার্কে (Dream Holiday Park) যেয়ে কোথায় খাবেন

আপনি যদি পরিবার নিয়ে এই পার্কে যান, তাহলে খাবার নিয়ে আপনি চিন্তিত হতে হবে না। কেননা দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের কথা বিবেচনা করেই এখানে রয়েছে তাদের নিজস্ব রেস্তোরাঁ। নাগালের মধ্যে থাকা দামেই আপনি এখানে পেয়ে যাবেন চাইনিজ, ইন্ডিয়ান ও নানা ধরনের বাংলা খাবার। এছাড়াও বৈকালীন নাস্তার জন্য পাবেন চটপটি, ফুচকা সহ আরো বেশ কিছু মুখরোচক খাবার। আরো পাবেন চা-কফির সুব্যবস্থা।

তাছাড়া পার্কের বাহিরে বেশ কয়েকটি খাবারের দোকান আছে, সেখান থেকেও দুপুরের খাবার খেয়ে নিতে পারেন।

dream holiday park

ড্রিম হলিডে পার্কে (Dream Holiday Park) যেয়ে কোথায় থাকবেন

ড্রিম হলিডেতে চারটি বিলাসবহুল কটেজ রয়েছে চাইলে সেগুলিতে রাত কাটাতে পারেন। আপনার পরিবার নিয়ে দিবা রাত্রি নামের ডুপ্লেক্স কটেজে থাকার জন্যে পুরো কটেজ ভাড়া ১০,০০০ টাকা, প্রতি ইউনিট ভাড়া ৫০০০ টাকা।

তবে আপনার কাছে যদি এই মূল্য অনেক বেশি মনে হয় তাহলে আপনার চিন্তিত হতে হবে না, কেননা নরসিংদীতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে নানা রকম থাকার ব্যবস্থা। অথবা নরসিংদী শহরে একটু যাচাই করে বিভিন্ন মানের হোটেল থেকে বেছে নিতে পারেন নিজের জন্য উপযোগী আবাসিক হোটেল।

কয়েকটি সরকারি গেস্ট হাউজ

সার্কিট হাউজ, নরসিংদী ০২৯৪৬২০৮৩

জেলা পরিষদ পোস্টাল বাংলো ০২৯৪৬৭৬৫

সড়ক বিভাগের ডাক বাংলো ০২৯৪৬৩১৮১

রেস্ট হাউজ, সিভিল সার্জন কার্যালয় ০২৯৪৬২২৬০

বেসরকারি কয়েকটি হোটেল

নিরালা হোটেল ০২৯৪৬৩৩৯৩

হোটেল আল আরাফাত ০১৭১২১৩০১৩৯

হোটেল মমতাজ ০১৭১১৯৫২১২০

হোটেল আজিজ ০১৭১২০৭০২৩১

বাংলাদেশের অন্যান্য পার্ক সমূহ

১. মিরপুর জাতীয় চিড়িয়াখান, ঢাকা।

২. ফরিদপুর পৌর শেখ রাসেল শিশুপার্ক

Share this post