বলাকৈইড় পদ্মবিল বা বলাকইড় পদ্মবিল (Bolakoir Poddo Bil) গোপালগঞ্জ জেলার একটি পল্লী এলাকায় অবস্থিত যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি অংশ। যা বলাকইড় গ্রাম নামে পরিচিত এই গ্রাম করপাড়া ইউনিয়নের একটি গ্রাম, আর এই ইউনিয়নটি গোপালগঞ্জ সদর থানার অন্তর্গত যা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সদর থানা। প্রায় হাজার বিঘা এলাকার মধ্যে এই বলাকইড় পদ্মবিল বাংলাদেশের পর্যটকদের কাছে অন্যতম নৈসর্গিক প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি পেয়েছে। এটি বাংলাদেশের অসংখ্য পদ্মবিলের মধ্যে অন্যতম একটি পদ্মবিল। এই পদ্মবিল থেকে চিত্তবিনোদন নেওয়ার সাথে সুন্দর একটি সময় উপভোগ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরা পদ্ম মৌসুমে এর সৌন্দর্য দেখতে ছুটে আসে। শুধু যে দেশি পর্যটক এখানে আসে তা না এখানে বিদেশ থেকেও অনেক দর্শনার্থী এসে এই বলাকইড় পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করে।
বলাকইড় পদ্মবিল গোপালগঞ্জ - Bolakoir Poddo Bil
বলাকইড় গ্রাম ছাড়াও বলাকইড় পদ্মবিলের অংশ হিসেবে রয়েছে অত্র ইউনিয়নের বৃহত্তম বনগ্রামের কয়েকটি বিলের অংশ তন্মধ্যে বনগ্রাম পচা ডাঙা, মোল্লা ডাঙা, ঝাল্লা ডাঙা, সাতপুকুর পার্শ্ববর্তী কাঠি ইউনিয়নের বিল মানিকহারের আংশিক অংশ, করপাড়া ইউনিয়নের তারগ্রামের দক্ষিণ পশ্চিমাংশ, কাজুলিয়া ইউনিয়নের উত্তর-পশ্চিমাংশ। যদিও বিভিন্ন বিলের সম্বনয়ে গঠিত হয়েছে এই বলাকইড় পদ্মবিল, তবুও স্থানীয়ভাবে এক সাথে একে বলাকইড় পদ্মবিল নামেই চিনে থাকে স্থানীয় অধিবাসী বা বিভিন্ন এলাকা থেকে আগত ভ্রমণ পিপাসু পর্যটকরা। অপার সৌন্দর্য বিলাতে কয়েক হাজার বিঘা জমিতে অফু্রন্তভাবে ফুটে রয় এই পদ্মফুল। তবে শুষ্ক মৌসুমে, কোন কোন জমিতে ধানের চাষ করে থাকেন একবারের জন্য বিভিন্ন কৃষক যা অনেক সময় সে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে আবার অনেক সময়ে জোয়ারের পানিতে তা তলিয়ে যায়।
পর্যটকদের আকৃষ্ট করতে প্রতি বছর এখানে পদ্মবিল নামে বসে মেলা। যা বিভিন্ন অনলাইন মাধ্যম, জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার দ্বারা প্রকাশ পায়। এই উক্ত দূরদর্শন সংবাদ দেখে ভ্রমণ পিপাসু মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা চিত্ত বিনোদন নিতে চলে আসেন পদ্ম মৌসুমে এই পদ্মবিলে। বিভিন্ন পেশাজীবির পর্যটকরাও ছুটে আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য।
বলাকইড় পদ্মবিলের অবস্থান
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার করপাড়া নামক ইউনিয়ন এর বলাকইড়ে অবস্থিত। গোপালগঞ্জ জেলা সদর হতে সড়ক পথে এর দূরত্ব হবে প্রায় পনেরো কিলোমিটার যা সদর হতে উত্তর পূর্ব দিকে অবস্থিত। এর পশ্চিমে বনগ্রাম, পূর্ব দিকে বিল বাজুনিয়া, উত্তরে কৃষ্ণপুর এবং দক্ষিণে ভোজেরগাতি, মানিকহার ও কাঠি এলাকা অবস্থিত।
কিভাবে যাবেন
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে গোপালগঞ্জ শহর চলে যেতে পারবেন বাসে করে আবার অনেক শহর থেকে ট্রেনে করেও যেতে পারবেন। সেখান থেকে টমটম/অটোরিক্সা করে চলে যাবেন করপাড়া বাজার। করপাড়া বাজার থেকে ভেনগাড়ি করে ৩ মিনিটেই পৌছাতে পারবেন আর হেটে গেলে ৫ মিনিটেই পৌছে যাবেন বলাকইড় পদ্মবিলের নৌকাঘাট। নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করে চলে যাবেন পদ্মবিলের মাঝে। নৌকা ভাড়া ৫০০ থেকে ৭০০ টাকা নিতে পারে তবে দরদাম করে ঠিক করে নিবেন।
কোথায় থাকবেন
গোপালগঞ্জ শহরে থাকার ভালো হোটেল পেয়ে যাবেন। ভালো হোটেলগুলোর মধ্যে রয়েছে-
* মোসলেমউদ্দিন প্লাজার – পলাশ গেস্টহাউজ, মোবাইল নাম্বার – ০১৯২৪৮৭৮০০৮, ০১৭১১১২৬২৮৭, ফোন: ০৬৬৮৬১৪৬৫
* আবাসিক হোটেল – হোটেল জিমি – ১০৯ ডি, সি রোড, কালীবাড়ি সংলগ্ন, গোপালগঞ্জ – মোবাইল নাম্বার – ০১১৯১৬২০৫৫৭, ফোন: ০২-৬৬৮-৫৭৯৭